সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ৭ দফা দাবি আদায়ে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে ব্যানার উত্তেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংগঠনের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় ইউনিটের উদ্যোগে এই ব্যানার উত্তোলন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সিলেট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ও সহকারী শিক্ষক ইসমাইল হোসেন।
শিক্ষক নেতৃবৃন্দ ২০০২, ২০০৩, ২০০৪ ও ২০০৫ ব্যাচের সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক-শিক্ষিকাদের ৭ম গ্রেডে বকেয়া দ্বিতীয় টাইম স্কেল প্রদান এবং বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক-শিক্ষিকার ২৫০০টি শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হসিনার কাছে অনুরোধ জানান।
Leave a Reply