সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইভা রায়ের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুর রফিক, অধ্যাপক মাজহারুল ইসলাম অধ্যাপক সামছুল আলম ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার আলম।
অভিভাবক সমাবেশে অভিমত ব্যক্ত করা হয়, সন্তানদের দিকে ১২ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে পিতামাতা সহ অভিভাবকদের আর ৪ ঘণ্টা খেয়াল রাখার দায়িত্ব শিক্ষকদের।
Leave a Reply