সিলেটে সুনামগঞ্জ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩টায় মহানগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বাবর। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক নূরুল আলম।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, ব্যারিস্টার মো আরশ আলী, সহ সভাপতি মো আরিফ মিয়া, ফয়সল রাজা চৌধুরী, অ্যাডভোকেট এ কে এম আলী আসগর, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ মহদ্দিস আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এবং সদস্য রোটারিয়ান আতাউর রহমান। যৌথভাবে পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বাবর ও যুগ্ম সম্পাদক কাশমির রেজা।
Leave a Reply