সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্মকাণ্ড নিয়ে পক্ষে বিপক্ষে আহুত মানববন্ধন পুলিশের বাঁধায় ভণ্ডুল হয়ে গেছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটি শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন আহ্বান করে।
অন্যদিকে জেলা ছাত্রলীগর সভাপতি দীপংকর কান্তি দের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সদস্যরা একই সময় একই জায়গায় মানববন্ধন করতে উদ্যোগ নেন।
এনিয়ে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আহবায়ক এনামুজ্জামান চৌধুরী জানান, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে এখানে দাঁড়িতে চেয়েছিলাম। জানিনা, ছাত্রলীগ কেন এমন করলো।
Leave a Reply