সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর ও শাল্লা উপজেলার কয়েকটি গ্রামে মদের রমরমা ব্যবসা চলছে। মাদকে আসক্ত হচ্ছে যুবকরা। এ সংখ্যা ক্রমে বেড়েই চলেছে।
সুনামগঞ্জ সদর উপজেলার ফিরোজপুর এবং শাল্লা উপজেলার নারকিলা, কামারগাঁও, চিকাডুপি, হরিনগর ও আনন্দপুর সহ কয়েকটি গ্রামে তৈরি হয় চোলাই মদ। এসব গ্রামে রীতিমতো মদের কারখানা গড়ে উঠেছে। দিনের বেলা নারী-পুরুষরা মিলে মদ তৈরি করে আর রাতের বেলা আশেপাশের গ্রামের যুবকরা তা কিনতে ভিড় জমায়। অনেকে মদ খেয়ে পথেঘাটে মাতলামিও করে।
এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ২০১৭ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত মাদক বিরোধী ৪৮০টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, গাঁজা, বিয়ার ইত্যাদি উদ্ধার করে। পুলিশ, র্যাব এবং বিজিবিও উদ্ধার করে নানা ধরনের মাদকদ্রব্য। এছাড়া বিভিন্ন সময় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক এবং অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Leave a Reply