সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর সদর উপজেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের মল্লিকপুরে উপজেলার পরিষদ ভবনের সামনে মাঠে এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান খাযরুল হুদা চপল। অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর থানার ওসি শহীদুল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও সদস্য সবুজ কান্তি দাস।
পরে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply