সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর চাল সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মাধ্যমে শহরের ইমাম, মোয়াজ্জিন, প্রতিবন্ধী, বারকি ও বেকারি শ্রমিক, যুব ও মহিলা সংগঠক, স্কাউটস ও মাইক্রোবাস সহ দেড়হাজার পরিবারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবর বিকেলে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এই চাল বিতরণ করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা পিআইও মানিক মিয়া, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, জেবুল মিয়া ও পাভেল আহমদ।
Leave a Reply