সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে শিকড়ের সন্ধানে বঙ্গবন্ধু গ্যালারি নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ গ্যালারির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী।
গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে।
Leave a Reply