বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর/১৮ অগ্রহায়ণ) দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, সেলিম আহমদ, নাদীর আহমদ,রেজাউল হক, আকবর আলী, ফারুক আহমদ, আ ত ম মিসবাহ, আনসার উদ্দিন, জসিম উদ্দিন লালা, ব্যিারিস্টার আবিদুল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন ও রাকিবুল হাসান দিলু।
বক্তারা বলেন, দেশের জনগণ গত পনেরো বছর কোনো নিবার্চনে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের এই দীর্ঘ শাসনামলে বিএনপি ও সহযোগী সংগঠগুলোর নেতাকর্মীরা হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন।