সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে খাদ্যগুদামে বোরোধান কেনার লক্ষ্যে কৃষকদের উপস্থিতিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুরে উপজেলা মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।
এ মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে এই লটারির মাধ্যমে নির্বাচিত ৫০৮৫ কৃষি কার্ডধারী কৃষকের নিকট থেকে সরকার ১৯৯০ মেট্রিক টন ধান ক্রয় করবে। নির্বাচিত প্রত্যেক বড় কৃষক ৩ টন, মাঝারি কৃষক ২ টন এবং প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ১ টন করে ধান বিক্রি করতে পারবেন।
লটারির সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশোক রঞ্জন পুরকায়স্থ।
Leave a Reply