সুনামগঞ্জ প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান এবং পুুরষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের খায়রুল হুদা চপল। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেনন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা রাশেদ বখত ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন। সবাই সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
Leave a Reply