সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপলকে সমর্থন জানিয়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সহ সদর উপজেলার ২৫টি সংগঠন মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার দুপরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল। আরো বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক ধুর্জুটি কুমার বসু, শিক্ষক যোগেশ্বর বাবু, গৌরাঙ্গ চক্রবর্তী, নৃপেশ তালুকদার নানু, অ্যাডভোকেট স্বপন দাস রায়, অভিজিৎ চৌধুরী, বিমান তালুকদার, প্রদীপ পাল নিতাই, বিজয় তালুকদার বিজু ও হিরন্ময় রায়।
Leave a Reply