সুনামগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় চতুর্থ দফায় সুনামগঞ্জ পৌরসভার ২ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের কর্মহীন ৪ শতাধিক পরিবারে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন, পৌর মেয়র নাদের বখত। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার হোসেন মোহাম্মদ খালেকুজ্জামান, সমাজসেবক অরুণ দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমিত এষ, দফতর সম্পাদক লিটন সরকার, পৌর কাউন্সিল গোলাম সাবেরীন সাবু ও ইয়াসিন আহমেদ এবং বিষ্ণু চন্দ।
Leave a Reply