সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৩৫) নামের একব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
তিনি শহরের দক্ষিণ আরপিননগর এলাকার সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় নিজাম উদ্দিনের বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক সোহেল তার বাম বাহুর নিচে, তলপেটে ও কানে পরপর তিনটি ঘা মেরে পালিয়ে যায়। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার জানান, নিজাম উদ্দিনের র্স্পশকাতর স্থানে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান জানান, আঘাতকারীকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply