সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরে ইজিবাইক বন্ধের প্রতিবাদে জেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, জেলা ইজি বাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
মানববন্ধনে বক্তারা অসংখ্য পরিবারের বেঁচে থাকার প্রয়োজনে শহরে ইজিবাইক চালানোর সুযোগ দেয়ার দবি জানান।
Leave a Reply