সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের পৌর এলাকার মল্লিকপুরে পানির ট্যাংকিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
তার নাম মো জাহানুর মিয়া। সে মল্লিককুর এলাকার মো সামছুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাড়ির লোকজনের অগোচরে শিশুটি খেলা করতে গিয়ে পাশের খোলা ট্যাংকিতে পড়ে পানির নিচে তলিয়ে যায়। অনেকক্ষণ ধরে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে এক সময় পানির ট্যাংকিতে তল্লাশি চালানোর সময় তাতে শিশুটির লাশ ভেসে উঠে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহিদুল্লাহ জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply