সুনামগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় শহরের উকিলপাড়া থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেকও কাটা হয়।
মৌলভীবাজার : নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদমিনারে গিয়ে শেষ হয়।
সেখানে ছাত্রলীগের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন করা হয়।
হবিগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আব্দুল মজিদ খান। এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
Leave a Reply