সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৩ তম শাহদাত দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে আলাদা আলাদা শোক মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে শোক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
এছাড়া দুপুরে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগের পৌরসভা চত্বর থেকে একটি শোক মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাদের বখত ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চাঁন মিয়া।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাউর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি শোক মিছিল শহর প্রদক্ষিণ করে।
হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোহাম্মদ মুসলিমের নেতৃত্বে শোক মিছিলটি বের হয়ে মাধবপুর বাজার সহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শাহ্ মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর নূর, আব্দুর রাজ্জাক, মাধব রায়, বাবুল খান ও নাছরিন আক্তার স্বপ্না।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply