সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী অকাল প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছোটভাই নাদের বখতকে নির্বাচিত করতে পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পরিষদ রেস্ট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বানন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহ সভাপতি রেজাউল করীম শামিম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
Leave a Reply