সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে এর আয়োজন করা হয়। পৌর মেয়র নাদের বখতের
সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, ওয়ার্ড কাউন্সিলর ইয়াসিনুর রশিদ ও মলয় বিকাশ চৌধুরী।
মতবিনিময় সভায় বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসন, ময়লা আবর্জনামুক্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং শহরে দুর্ঘটনা রোধে অটোরিক্সা চলাচল বন্ধ রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply