সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর ভবনের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র নাদের বখত। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া, সচিব মো ইসহাক ভূঁইয়া, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, গোলাম সাবেরীন সাবু, আহমদ নূর, আহসান জামিল আনান, মোশারফ হোসেন, কাওছার আহমদ, গোলাম আহমদ, নারী কাউন্সিলর সামিনা চৌধুরী ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার।
নতুন বাজেটে বাজেটে উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ২৪ লাখ টাকা। স্থিতি ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা।
মেয়র নাদের বখত এই বাজেটকে পৌর নাগরিকদের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেট বলে আখ্যায়িত করে বলেন, রাস্তায় পর্যায়ক্রমে টেকসই বাতি লাগিয়ে শহরকে রাতের বেলা আলোকিত করে জনগণের চলাচল নির্বিঘ্ন করাসহ সুনামগঞ্জকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে।
Leave a Reply