সুনামগঞ্জে ফসল রক্ষা বাধঁ নির্মাণ কাজের সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতিবাজ কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত আইনের আওতায় আনা সহ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আহুত সংবাদে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে জেলার ২/৩টি হাওর ছাড়া সব হাওরের বোরো ফসল তলিয়ে গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।
Leave a Reply