সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ নর্থইস্ট আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদার সভাপতিত্বে ও নর্থইস্ট আইডিয়াল কলেজের শিক্ষক তন্ময় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী নাহিদ আফরোজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মিনী প্রকৌশলী সারা ইসলাম, সহকারী কমিশনার গাঁজালা পারভীন রুহি, মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, নর্থইস্ট আইডিয়াল কলেজের পরিচালক ফারহানা মিলি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সহ সভাপতি সিফা সুলতানা ও সাধারণ সম্পাদক সুমনা দাস।
Leave a Reply