নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলার আসামি হাসানুজ্জামান ইস্পাহানিকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার রাত ১২টায় সুনামগঞ্জ শহরের আরফিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে ধর্ষণ, ছিনতাই, অপহরণ, চুরি ও দস্যুতার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কোতয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীর এ তথ্য জানান।
এ সময় কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেনও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসানুজ্জামান ইস্পাহানি ৭/৮ সঙ্গী সহ শনিবার মহানগরীর বাগবাড়ি এলাকা থেকে অন্যা সরকার নামের এক তরুণীকে অপহরণ করে। এ ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ সোমবার সুনামগঞ্জ শহরের আরফিননগর এলাকা থেকে তাকে উদ্ধার করে।
Leave a Reply