সুনামগঞ্জ প্রতিনিধি : অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তৃতীয়দফা বন্যা কবলিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এখন হাঁটু পরিমাণ পানি। ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ছাতক পৌরসভার অধিকাংশ এলাকার রাস্তা তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ছাতক-সুনামগঞ্জ ও সুনামগঞ্জ-সিলেট সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, নতুনপাড়া, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, ষোলঘর, হাজিপাড়া ও জামতলাসহ অধিকাংশ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন জানায়, বন্যা কবলিত এলাকার মানুষজনের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৬৭০ মেট্রিক টন জিআরের চাল ও নগদ ৫১ লাখ ৭০ হাজার টাকা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
Leave a Reply