সুনামগঞ্জ প্রতিনিধি : হাইকোর্টের আদেশ অমান্য করে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা মামলায় জড়িত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদায়ন করছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধান শিক্ষকরা এ অভিযোগ করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, দিরাই উপজেলার ধাপখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রউফ মিয়া। তিনি বলেন, শিক্ষকরা যে যে পদে বহাল আছেন সেই পদে থাকার লক্ষ্যে ২০১৬ সালে হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষক বদলির আদেশ রহিত করেন; কিন্তু এরপরও সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
হাইকোর্টের নির্দেশ অমান্য করে শিক্ষক বদলি চালু রেখেছেন।
Leave a Reply