সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা যুবলীগের অন্যতম নেতা যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ আহমদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আহুত সংবাদ সম্মেলনের এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ফুয়াদ আহমদের সুনাম নষ্ট করার জন্য বিএনপি নেতা জিয়াউল হক ও তার সহযোগীরা প্রশাসনের কাছে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক অভিযোগ দাখিল করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সামছুজ্জামান স্বপন, কাউন্সিলর ফয়জুন নূর, মানচেস্টার প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজভী আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তৈয়বুর রহমান রাহি, সদস্য সানিয়াল আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইয়িদ আপন, কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমেদ, সদর থানা ছাত্রলীগ নেতা শাফায়েত জামিল ও জায়েদ আহমদ।
Leave a Reply