নিজস্ব প্রতিবেদক : আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক খায়রুল হুদা চপলকে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন নিখিল বৃহস্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত ও আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশের নির্দেশনা অমান্য করে খায়রুল হুদা চপল আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নিজের নিকট আত্মীয় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply