সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল লতিফ জেপির অর্থায়নে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘমারা পয়েন্টে ও চালবন্দ পয়েন্টে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, আধা কেজি লবণ ও ১ লিটার তেল দেওয়া হয়।
এ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল লতিফ জেপি। আরও বক্তব্য রাখেন, পাগলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, পলাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছুবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও জেলা যুবদলের সহসভাপতি সুহেল আহমদ।
Leave a Reply