সুনামগঞ্জ প্রতিনিধি : সাতই নভেম্বর উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী সেতুর কাছে পুলিশ বাঁধা দেয়। এই বাধার কারণে মিছিলটি ঘুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদের আহমদ, সলিম উদ্দিন আহমদ ও অ্যাডভোকেট শেরেনূর আলী।
নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত তারা কেউ ঘরে ফিরবেন না।
Leave a Reply