বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৭ মার্চ শহরের জামতলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভারও আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, ডা শাহারিয়ার হোসেন চৌধুরী, কয়সর এম আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট. মল্লিক মইনুদ্দিন সুহেল, মো সেলিম আহমদ ও নাদীর আহমদ।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ বিশ্বের সকল মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply