সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা শহরের ১৮০টি অসহায় পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের বক পয়েন্টে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, সদর মডেল থানার ওসি শহীদুর রহমান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন রাজু।
এছাড়া জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কান্দারগাঁও ও নোয়াগাঁও গ্রামে লন্ডন প্রবাসী আব্দুল মতিন ও নূরুল হুদার অর্থায়নে দেড়শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাছুম।
Leave a Reply