তাহিরপুর প্রতিনিধি : ‘আমাদের ফুটবলের অভিন্ন পরিবার আমাদেরই তৈরি করতে হবে’-এই স্লোগান নিয়ে তৃণমূলে ফুটবল জাগরণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলার দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি সৌমিত্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহুল আমিন রাহুলের সঞ্চালনায় শুক্রবার জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবু জাকের, কার্যনির্বাহী সদস্য আবু আল নোমান, তাশিদ আহমদ ও জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থরে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব।
বক্তারা তৃণমূল পর্যায়ে ফুটবল জাগরণের নানান উপায় ও দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্য উপজেলার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply