সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে সদস্যদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, বাংলাদেশ আওয়ামী মহিলা কমজীবী লীগের সহ সম্পাদক লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস ও বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী।
Leave a Reply