হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শাল্লা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মো মাসুদ জামান খান জানান, মোট ভোটার সংখ্যা ছিল ৫৫। এরমধ্যে ৫৩ জন ভোট দিয়েছেন।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব বলেন, ইভিএমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সাধারণ সদস্য পদে শাল্লা উপজেলায় ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে টিকেন্দ্র চন্দ্র দাস বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম ভোট পেয়েছেন ১৪টি। অন্যদের মধ্যে জামান চৌধুরী ১২ ভোট এবং বাদল চন্দ্র দাস ১ ভোট পেলেও ব্রজলাল দাস (ব্রজ) কোন ভোট পাননি।
অন্যদিকে চেয়ারম্যান পদে ড খায়রুল কবির রুমেন পেয়েছেন ২৮ ভোট আর নূরুল হুদা মুকুট পেয়েছেন ২৫ ভোট।
সংরক্ষিত-২ (মহিলা) আসনে (দিরাই, শাল্লা ও জামালগঞ্জ) প্রার্থী বীণা জয়নাল পেয়েছেন ৪২ ভোট ও সুলতানা রাজিয়া ১১ ভোট।
Leave a Reply