সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা রানী দাসের গণসংযোগ অব্যাহত রয়েছে।
‘আনারস’ প্রতীক নিয়ে তিনি বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে দিনব্যাপী গণসংযোগ করছেন।
এ সময় চঞ্চলা রানী দাস তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো কামরুল ইসলাম কামরুল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বোরহান উদ্দিন, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো সোহেল মিয়া ও বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জহুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল কাইয়ুমের সাথে মতবিনিময় করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কর্মজীবী লীগের সভাপতি মো শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো নূর মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো আবু বক্কর প্রমুখ।
Leave a Reply