সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন পেয়েছেন ‘চশমা’। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট পেয়েছেন ‘মোটর সাইকেল’। আওয়ামী কর্মজীবী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা রানী দাস পেয়েছেন ‘আনারস”। আর আহবাব মিয়া চৌধুরী পেয়েছেন ‘ঘোড়া’।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো সাদেকুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো ফাউজুল কবীর খান প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ৭৬ জন সাধারণ সদস্য এব ২০ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীকেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
জেলার ৮৭টি ইউনিয়ন, ১১টি উপজেলা ও ৪টি পৌরসভায় জেলা পরিষদের ভোটার ১২৬৫ জন। তারাই জেলা পরিষদের চেয়ারম্যান, ১৫টি ওয়ার্ডে একজন করে সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত আসনের (৩টি ওয়ার্ডে একটি সংরক্ষিত আসন) নারী সদস্য নির্বাচিত করবেন।
Leave a Reply