সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট ভারত ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফর শেষে সুনামগঞ্জে পৌঁছলে তাকে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
রবিবার বিকেল ৫টায় তিনি ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এরপর মোটর শোভাযাত্রা সহকারে সুনামগঞ্জ পৌঁছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ভবনে যান। সেখানে প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পরিষদ সচিব এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু ও জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু।
Leave a Reply