সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট অভিযোগ করেছেন, সুনামগঞ্জের সংসদ সদস্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাকে হারানোর নীলনকশা করেছিলেন; কিন্তু ভোটাররা সেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে তাকে বিপুল ভোট নির্বাচিত করেছেন।
বুধবার সকাল ১১টায় তার হাজীপাড়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নূরুল হুদা মুকুট ভোটার সহ সুনামগঞ্জ জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি জেলার তৃণমূল পর্যায়ের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।
Leave a Reply