সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন এলাকার এক হাজার গরীব, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রধান অতিথি হিসেবে প্রতিটি পরিবারের প্রতিনিধির হাতে এই শীতবস্ত্র তুলে দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংবাদিক বিন্দু তালুকদার, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো রুহুল আমিন ও সাধারণ সম্পাদক উস্তার আলী।
Leave a Reply