সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্টার সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জমিরুল ইসলাম মমতাজ ও কাজী আব্দুল জলিল খান, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম মুনিম ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুদ্দিন।
মতবিনিময় সভায় পাত্র-পাত্রীর জন্মনিবন্ধন যাচাই করে বিয়ে পড়ানোর আহবান জানান।
Leave a Reply