সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা, মিশুক ও টেক্সিকার ড্রাইভার্স ইউনিয়ন গতবছর ২৮ অক্টোবর সংগঠনের নির্বাচন বানচালকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বুধবার সকালে শহরের পুরাতন বাসস্যান্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে অনু্িষ্ঠত এক সভায় এ দাবি জানানো হয়।
জেলা সিএনজি চালিত অটোরিকসা, মিশুক ও টেক্সিকার ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি রাজু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,সংগঠনের সাবেক সভাপতি মো ছুরত আলী, সাবেক সহ সভাপতি জহুরুল ইসলাম, শ্রমিক নেতা মো জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো হারুনুর রশিদ, শ্রমিক নেতা আপেল মাহমুদ ও বশির মিয়া।
নেতৃবৃন্দ বলেন, সাবেক কার্যনির্বাহী কমিটি নির্বাচন বানচালের মাধ্যমে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করে সংগঠনের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি শ্রমিককল্যাণ তহবিল থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।
Leave a Reply