সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহর বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
এছাড়া সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এ সময় প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
Leave a Reply