সুনামগঞ্জ জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াস আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সহ সম্পাদক জহির রায়হান।
সালেহীন চৌধুরী শুভের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় যুবজোট সুনামগঞ্জ জেলা সভাপতি এইচএম জাকারিয়া সুমন, সাধারণ সম্পাদক আবু হাসনাত খান, জাসদ নেতা শরীফ আহমদ, শীরণ মিয়া ও জুয়েল চৌধুরী।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে সভাপতি, সালেহীন চৌধুরী শুভকে সাধারণ সম্পাদক ও আবুল হাসানাত খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা জাসদের কমিটি গঠন করা হয়।
Leave a Reply