সুনামগঞ্জ প্রতিনিধি : প্রায় ২৪ বছর পর ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হলো।
শুক্রবার সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
দুপুর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা সহ সভাপতি জেলা পরিষদ নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, পৌর মেয়র নাদের বখত ও যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতা নজরুল বখত।
Leave a Reply