সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি এলাকার আছাদ্দর আলীর ছেলে। শুক্রবার রাত ২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এতে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে এলাকার লোকজন সন্দেহ প্রকাশ করেছেন।
পুলিশ জানায়, নিজ বাড়িতে ফেরার পথে রাস্তায় সন্ত্রাসীরা জুনেদ আহমেদের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। আশেপাশের লোকজন তাকে অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply