সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। প্রধান আলোচক ছিলেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান। সংগঠনের জেলা শাখার নতুন সভাপতি কুরবাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমীনুর রশিদ আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
Leave a Reply