সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-দিরাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতার বাস পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের এবং দোষীদের গ্রেফতার দাবিতে সুনামগঞ্জ জেলায় আহুত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় প্রায় ১৪ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
জেলা পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকাল ৬টা থেকে এই ধর্মঘটের ডাক দেয়।
বৃহস্পতিবার দুপুরে মদনপুর-দিরাই সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দিরাই উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান রাহেল মিয়া মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এর প্রতিবাদে শুক্র ও শনিবার মদনপুর-দিরাই সড়কে পরিবহণ ধর্মঘট পালন করা হয়; কিন্তু দাবি পূরণ না হওয়ায় জেলাব্যাপী ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।
Leave a Reply