সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক খায়রুল হুদা চপলের মুক্তির দাবিতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুল ইসলাম, পরিচালক নূরুল ইসলাম বজলু, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক জাহেদ হাসান ও রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত রায়।
বক্তারা সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় খায়রুল হুদা চপলকে গ্রেফতার করাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।
Leave a Reply