র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জে পূবালী ব্যাংকে ডাকাতি মামলার অন্যতম আসামি জাহেদুল ইসলাম ইমনকে গ্রেফতার করেছে।
এএসপি মো আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের পৌর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহেদুল ইসলাম ইমন সদর উপজেলার মঈনপুর এলাকার আব্দুল মুকিতের ছেলে। সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে ডাকাতি করছিল।
এছাড়া সকাল পৌণে ৮টার দিকে র্যাব ৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক জে এম ইমরানের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য মো জালাল মিয়াকে গ্রেফতার করেছে। তার বাবার নাম মো অনু মিয়া। বাড়ি সদর উপজেলার বনগাঁও গ্রামে। সে ও তার সঙ্গীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করছিল।
জালাল মিয়ার নামে হবিগঞ্জ সদর থানায় ডাকাতির মামলাও রয়েছে।
Leave a Reply